ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-০১ ০৬:০০:৪১
দিনাজপুরের বিরামপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। শনিবার (০১ এপ্রিল) ভোররাতে পৌর শহরের ঢাকা মোড় নাহিদ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার রিকাবি (চকচকা) গ্রামের মমিনুর রশিদের ছেলে তানজিল আহম্মেদ (২৫) ও সাকোপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২১)। বিরামপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তানজিল ও ফরিদুলকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।তাদের আদালতে পাঠানো হচ্ছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ