ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-০১ ০৫:৫৮:৫৩
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান চলাকালে তিনটি মুদি মাল ও একটি কাঁচাবাজারের দোকানিকে জরিমানা হয়। এর মধ্যে মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা আপডেট না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় তিনটি দোকানকে সাড়ে ৩ হাজার এবং মুদি দোকানের ফ্রিজে ওষুধ সংরক্ষণ করায় একটি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। পুরো রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মেহেদী হাসান।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত