ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সাংবাদিক শামছুজ্জামানের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-০১ ০৫:৫৮:০০
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামছুজ্জামান শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সুধী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ভয়ের সংস্কৃতি চলছে। কেউ মুখ খুলে কথা বলতে পারছে না। সাংবাদিক শামছুজ্জামান তার প্রতিবেদনে যে কথাগুলো তুলে ধরেছেন, তা সবার কথা। এটি কীভবে স্বাধীনতার পরিপন্থী হলো? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাসে উঠেছে জনজীবন। সত্য তুলে ধরার জন্য ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইনে বন্দি করা শামছুজ্জামানকে দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার জন্য প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানার বক্তারা।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন