ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঘোড়াশাল বাইপাস সড়কে দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৩-৩০ ১৩:৩৬:৩৮
নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির অপর আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার ৩০ মার্চ বিকেল সাড়ে ৩ টার দিকে পলাশ ঘোড়াশাল বাইপাস নাজমুল সিএনজি স্টেশনের সামনে সড়কে এই দূর্ঘটনা ঘটে, নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে সিএনজির যাত্রী পংকজ (৪০) এবং অজ্ঞাত এক নারী (৩৫)। আহতরা হলেন সিএনজি যাত্রী পংকজের স্ত্রী সুইটি নাগ (২৩) ও তার সন্তান স্পন্দন (৩), অপর দুইজন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইয়াদুল (৩৮) ও জিনারদীর শাহজাহানের ছেলে শরীফ (৪০) প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র থেকে জানা যায় , পাঁচদোনা থেকে একটি সিএনজি যাত্রী বোঝাই করা ঘোড়াশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নাজমুল সিএনজি স্টেশনের সামনের সড়ক টান ঘোড়াশাল এলাকায় একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীত মুখি দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পংকজ নিহত হয় এবং গুরতর আহত হয় আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে ঘোড়াশালের স্থানীয় হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে অজ্ঞাত এক নারী (৩৮) এর মৃত্যু হয় বলে জানা যায়। এদিকে নাজমুল সিএনজি স্টেশনের সিসি ক্যামেরার একটি ফুটেজ এই প্রতিবেদকের কাছে দেওয়া হয়েছে, সেখানে দেখা যায়, সিএনজিটি একটি প্রাইভেটকারকে ওই সড়কে ওভারটেক করতে গিয়ে হঠাৎ উল্টে গিয়ে সামনে থেকে আসা একটি কার্ভাডভ্যানের সামনে গিয়ে উল্ট যায় এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী পঙ্কজ নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সিএনজির যাত্রী অজ্ঞাত এক নারী নিহত হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে পলাশ থানায় প্রেরণ করেন আহতদের মধ্যে আরেক নারী নিহতের খবর পেয়েছি। বাকী আহতদের সদর হাসপাতাল ও ঘোড়াশালের হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত