দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশার যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের সদস্য সোহাগ আলী (২৭) কে আটক করেছে পুলিশ।
আটক ছিনতাইকারী সোহাগ আলী দিনাজপুল শহরের ষষ্ঠিতলা এলাকার মশিউর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আটক ছিনতাইকারীকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গত বুধবার ছিনতাই কারী ছিনতাই করার সময় হাতেনাতে আটক করা হয় । আটক ছিনতাইকারী সোহাগের বিরুদ্ধে বিভিন্ন পার্ক ও রাস্তাঘাটে চাঁদাবাজি ও যাত্রী সেজে নির্জনে গিয়ে চালককে মারধরের পর ইজবাইক ও টাকা ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।
তিনি আরোও বলেন ,দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নির্দেশে চলমান অভিযানে বুধবার রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ করে গত মাসে দিনাজপুরসহ ১৩ থানায় ৫ শতাধিক ছিনতাই চুরি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ছিটকা ছিনতাই ও চুরির ঘটনা প্রতিদিন কোন না কোন স্থানে ঘটেই যাচ্ছে।