ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দেশের এতিম খানার শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতেও দক্ষ করতে হবে
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৩-২৯ ০৩:৫৮:১৩
সাবেক মন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) বলেছেন, এতিমখানার শিশুদেরকে শুধু কোরআনের হাফেজ বানালেই চলবেনা। তাদেরকে কারিগরী শিক্ষাও প্রদান করতে হবে। ভবিষ্যতে তারা যেন দক্ষ ও কর্মক্ষম মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি এজন্য প্রতিটি এতিম খানায় একজন করে কারিগরী শিক্ষক নিয়োগ দেয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রয়োজনে সার্বিক সহায়তায় সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ পাশে থাকবে। মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী এতিমখানা কর্তৃপক্ষগনের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তৃতা শেষে তিনি ৩২টি এতিম খানার প্রধানদের হাতে মোট ৯৪ লাখ ৪৪ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় পাশে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমেরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় প্রমুখ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ