ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী যুবক নিহত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-২৮ ০৯:১৫:৪১

দিনাজপুরের নবাবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আখতারুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশিত করে জানান, নিহত আক্তারুজ্জামান (২৩) পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামের মৃত জাকিরুল ইসলামের ছেলে।
তিনি বলেন, আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন। ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজারের উত্তর দিকে পাঁকা রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরত হাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী