ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-০৩-২৭ ০৯:৪৭:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে জাতির পিতা বঙ্গবন্ধু  সরকারী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। 

জানা যায়, গত ২৩ মার্চ সকালে উপজেলার হিজলহাটি এলাকায় কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিন ও যুবলীগ নেতা আরিফ মুন্সিকে  হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। এঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল ও সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহানের নামসহ ৮ জনের নামে মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধু সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মামনবন্ধন কর্মসুচী পালন করে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক তাহসান আহমেদ সৌরভ,  মেহেদী হাসান জয়, রিমা আক্তার প্রমুখ। এসময় বক্তারা সভাপতি সাধারণ সম্পাদেকর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যারের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ