ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-২৭ ০৯:৪০:১৬

দিনাজপুর চিরিরবন্দরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে। মৃত রশিদুল ইসলাম মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে।

স্থানীয়রা ইসতিয়াকুল নামে এক ব্যক্তি জানান, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ