ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রামেবি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-২৬ ১৪:২৪:৪২

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা দিবস পালন করছে। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকাল শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর সকাল ০৯.০০ টায় রামেবির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন । সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙ্গালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন।

এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, রামেবির কোষাধ্য¶ প্রফেসর ড. রুস্তম  আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা.আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা.জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা.আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী রেজিস্ট্রার (চ.দা) রাসেদুল ইসলাম, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) ইসমাঈল হোসেন, উপ-রেজিস্ট্রার ডা. আমিন আহমেদ খান, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সারওয়ার জাহান, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন, সহকারী পরিচালক (প.উ.) আবুল আশরাফ, সহকারী কলেজ পরিদর্শক(চ.দা) নাজমুল হোসাইন, সহকারী পরিচালক (অ.হি.) মফিজ উদ্দিন, সহকারী-পরী¶া নিয়ন্ত্রক ডা. আমীর হোসেন,  সেকশন অফিসার মাসুম খান, সেকশন অফিসার শারমিন আক্তার নূর, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী