ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৩-২৬ ১৪:২১:২৩

৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬শে মার্চ ২০২৩ তারিখ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার  বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে বিউগলের সুরের সঙ্গে সঙ্গে উভয় দেশের জাতীয় পতাকা নামানো হয়।

পরে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি প্রদান করে। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ সদস্যদের শুভেচ্ছা স্বরুপ ফুল ও মিষ্টি প্রদান করে। শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি ও বিএসএফের উভয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বন্ধু সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের প্রত্যয় করে।

এ অনুষ্ঠানে বিজিবি'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আ কালাম শামসুদ্দিন রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিন লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পিএসসি, আর্টিলারি এবং বিএসএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টার এর ডিআইজি রাজ নারায়ণ মিশ্র  ও ৪২ বিএসএফ ব্যাটালি ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শের শিংসহ বিএসএফ এর অন্যান্য কর্মকর্তাগণ।

উভয় দেশের স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন এই জাঁকজমকপূর্ণ রিট্রিট সিরিমনিটি উপভোগ করেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত