ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের চুড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি---আলহাজ্ব রফিকুল
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২৩-০৩-২৬ ০৭:৩৪:১০
রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের চুড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠেছিলো বাঙালি জাতি। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেন্বর পাক সেনাদের আত্মসমর্পনের মধ্য দিয়ে চুড়ান্ত বিজয় অর্জিত হয়। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রোববার (২৬ শে মার্চ) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম আরো বলেন, বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাধ গ্রহণ করে। বাঙালি আঘাত খেয়েছে বারবার কিন্তু কখনো আহত পাখির মতো আর্তনাদ করেনি। ভেঙে পড়েনি ব্যর্থতার ক্রন্দনে। সমস্ত আঘাত বুকে পেতে নিয়েছে সর্বাঙ্গে রুধির মেখে। অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। বছরের লড়াই-সংগ্রাম এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে, এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে বিজয়, লাল-সবুজের পতাকা সংবলিত স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীন দেশ হিসেবে। জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিতে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূইয়া ও আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, আওয়ামী লীগ সদস্য শমসের আলী, হাজী আমিন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মোস্তফা কামাল হোসেন, মোঃ জলিল ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদসহ আরো অনেকে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ