ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০৩-২৬ ০৬:২৫:২০
নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। পরে সুর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হইতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে গণকবর ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাগণের কবর জিয়ারত করা হয়। সকাল ৯ টায় রায়পুরা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী