ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মাস জুড়ে শুরু হয়েছে ইফতার সামগ্রী বিতরণ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৩-২৫ ০৬:০৭:০৫
মাস জুড়ে এবারো ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’। পহেলা রমজান শুক্রবার থেকে বিতরণ কার্যক্রম শুরু করে এই সংগঠনটি। চৌরঙ্গি মোড়ে ইফতার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। করোনাকাল ২০২০সাল থেকে শুরু হওয়া ইফতার বিতরণ কর্মসুচীতে পৃষ্ঠপোষকতা করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং নুহা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সৈয়দ রাকিব হোসেন মিশুক। সেইফ ফাউন্ডেশন সুত্র জানায়, প্রতি রমজানে ২০হাজার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। শহরের ৫৫টি মসজিদ ছাড়াও বিভিন্ন এলাকা গিয়ে এবং দরিদ্র মানুষদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ডিম খিচুরী, মোরগ খিচুরী, পোলাও ছাড়াও মুড়ি, ছোলা, বুন্দিয়া এবং খেজুর রাখা হয়। সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রাসেল আমিন স্বপন বলেন, আমরা নিজেরা ইফতার সামগ্রী তৈরি করে থাকি এবং নিজেরাই প্যাকেটিং করে এলাকা এলাকা গিয়ে মানুষদের পৌঁছে দিয়ে আসি। করোনা সংকটাকালীন থেকে এই উদ্যোগ আমরা শুরু করি এবং অনেক মানুষ আমাদের এই কাজে সহায়তা করেছেন। অন্যান্য বছরের মত এবারো ইফতার বিতরণ শুরু করেছি। মাসজুড়ে চলবে এই কার্যক্রম। পৃষ্ঠপোষক জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, করোনা সংকটে রোজাদারদের জন্য বিশেষ এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি কারণ সে সময়ে বাহিরে এসে ইফতার কেনা বা মানুষজন ইফতার গ্রহণেও সমস্যায় পড়েছিলো। সেদিক থেকে আমরা ইফতার বিতরণের উদ্যোগ নেই এবং মানুষজন খুশিও হন। অন্যান্য বছরের মত আগামীতেও এটি অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ