ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের বাজার মনিটরিং
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৩-০৩-২৫ ০৫:৪৯:২৬
বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম বান্দরবান বাজারসহ আশপাশের দ্রব্যসামগ্রীর দোকানগুলোতে এ-মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তির্ন দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যসামগ্রীর দৈনিক মূল্য তালিকা টাঙ্গানোর পাশাপাশি কেহ যেন দ্রব্য মূল্য নিয়ে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেবিষয়ে ব্যবসায়ী ও সর্ব-সাধারনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।পুরো রমজান মাসব্যাপী বান্দরবান জেলা প্রশাসনের এ-মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ প্রমুখ ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী