ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই---মনোরঞ্জন শীল গোপাল এমপি
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-২৩ ০৭:৫৮:০২

টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই উল্লেখ করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি। কৃষি দিয়েই বাঙ্গালীরা আজ বিশ্বে বুকে উচু করে দাঁড়িয়ে আছে ।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পাট বীজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । শেখ হাসিনা দেশকে গর্তেও কিনারা থেকে উঠিয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিনত করেছে । আমাদের দেশ কৃষি প্রধান দেশে তাই কৃষিই প্রধান প্রধান্য দিতে হবে ।   

উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী সেহানবীশ.উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

পরে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি বসতবাড়ির আঙিনায় “পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করেন এমপি গোপাল।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ