ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
যাত্রীসেবার মাণ বৃদ্ধি নিয়ে পশ্চিম রেলওয়ের সভা
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-২৩ ০৭:৫৫:০৪

পশ্চিম রেলের শুদ্ধচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক ত্রৈমাসিক ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম রেলের চীফ কমাশিয়াল ম্যানেজারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পশ্চিম রেলের চীফ কমাশিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক  রফিকুল ইসলাম, সনাকের রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফিউদ্দিন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ পশ্চিম রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিরা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী