ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
‘উচ্চ ঝুঁকির’ ৩০ দেশে কুয়েতের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-০২ ০২:৫৪:৪৯

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশ থেকে ফ্লাইট আসা-যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত।

শনিবার দেশটির বেসমারিক বিমান মন্ত্রণালয় তাদের এক টুইটার পোস্টে এ নির্দেশ দেয় বলে 'মিডল ইস্ট আই' নামে একটি গণমাধ্যমে বলা হয়।

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হল- ভারত, ইরান, চীন, ব্রাজিল, কলাম্বিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, ফিলিপিন, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন। হংকং, ইতালি, নর্ফান মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।

এর আগে গত সপ্তাহে কুয়েত সরকার বাংলাদেশ, ফিলিপিন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপালের সব নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে কুয়েতের সংসদে কয়েকজন সদস্যে নিষেধাজ্ঞার পরিধি আরও দীর্ঘ করার প্রস্তাব দেন যারপর গতকাল সরকার ৩০টি দেশের ব্যাপারে এই নতুন সিদ্ধান্তের কথা জানায়।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের