শিশুদের কল্যাণে সাংবাদিকদেরও পাশে চায় ‘ওয়ার্ল্ড ভিশন’
- নূর আলম, নীলফামারী
-
২০২৩-০৩-২২ ০৫:৫৭:২৭
- Print
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এলাকা সমন্বয় অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের কলেজ পাড়া এলাকায় অবস্থিত আয়োজক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের ৩০জন অংশ নেন।
এতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া সমন্বয় অফিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক লোটাস চিসিম।
অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন প্রধান কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা দেবাশিষ রঞ্জন সরকার, যোগাযোগ সমন্বয়কারী অবনি অ্যালবার্ট রোজারিও এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিপাশা দত্ত বক্তব্য দেন।
সভায় জানানো হয় বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ভিশন শিশুদের নিয়ে কাজ করে আসছে এর অংশ হিসেবে বাংলাদেশেও ৫০বছর ধরে কাজ করছে। বিশেষ করে নীলফামারী অঞ্চলে কাজ করছে দশ বছরেরও বেশি সময় ধরে।
নীলফামারী পৌরসভা ও তিনটি ইউনিয়নের দরিদ্র পরিবার ও তাদের শিশুদের নিয়ে কাজ করছে সংস্থাটি। শিক্ষা, শিশু শ্রম রোধ, আয়বর্ধক কর্মকান্ড এবং স্বাস্থ্য বিষয়ক নানা কার্যক্রমের মাধ্যমে সুবিধা দেয়া হচ্ছে এলাকার নিবন্ধিত পরিবারগুলোকে।
সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিপাশা দত্ত জানান, এই এলাকার দরিদ্র মানুষ তথা পরিবারগুলোর সক্ষমতা বাড়ানো এবং শিক্ষা নিশ্চিত করণে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন। শিশুদের কল্যানে গণমাধ্যম কর্মীদেরও একসাথে কাজ করার আহবান জানান তিনি।