ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আশুলিয়ায় হাত পা অবস্থায় গাড়ি চালকের লাশ উদ্ধার
  • সাভার প্রতিনিধিঃ
  • ২০২৩-০৩-২২ ০৫:৫৫:৩৪
সাভারের আশুলিয়ায় আতিয়ার রহমান (৫১) নামের এক গাড়ি চালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সকাল ৮ টার দিকে সাভারের আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আতিয়ার রহমান রংপুর জেলা সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আতিয়ার রহমান গতকাল মঙ্গলবার রাতে ফোন গাড়ি চালানোর কথা বলে ঘর থেকে বের হয়ে যান। কিন্তু আর ফিরে আসেননি। আজ সকালে স্থানীয়রা আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকায় এক হাত-পা বাধা মরদেহ দেখতে পায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেট থেকে পাওয়া তার জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আশুলিয়া থানার এস আই ভজন চন্দ্ররায় বলেন, যে ফেঅন থেকে তাকে ডেকে নিয়েছিল। সেই নম্বর সূত্র ধরে খোঁজখবর নেয়া হচ্ছে। আসামী গ্রেপ্তার হলে হত্যাকান্ডের বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী