ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৩-২১ ১০:৪৬:৩৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান  কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ের ৬৭ জন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দশম শ্রেণীর ছাত্রী শাকিলা আক্তারের সঞ্চালনায় মঙ্গলবার সকালে মিলাদ মাহফিলে পরে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজগার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জোনাব আলী, এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মঞ্জিলা খাতুন, প্রাক্তন ছাত্র ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নুর ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শারমিন আক্তার,বিদায়ী বড় ভাই বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন, ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিক মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতায় করেন, কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,নাছরুল হক ও  মইনউদ্দিন মিয়া সেলিম। এ সময় দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও মালা পরিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী