ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের বিরলে বিপুল পরিমাণ হিরোইন ও দেশী অস্ত্র সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-২১ ১০:৩৬:৫৭

দিনাজপুর বিরলে বসতবাড়ির উঠানের মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক কেজি পাঁচশ সাত গ্রাম হিরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্র সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩।

এ সময় তাদের নিকট থেকে ৩ টি বড় ছোরা বাট সহ প্রতিটি তিন ফিট লম্বা ও ১ টি চাইনিজ কুড়াল এক ফিট লম্বা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হয়।

 আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দিনাজপুর র‍্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও হেরোইন এবং দেশীয় অস্ত্র উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর র‍্যাব ১৩ কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক খান।

 আটক মাদক ব্যবসায়ীরা হল দিনাজপুর পৌর সভার পাক পাহাড়পুর মহল্লার মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা( ২৫) ও শাহীন করিম (২২)।

দিনাজপুর সিপিসি ১ কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‍্যাবের একটি অভিযানিক দল দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামাইল ঝলঝলি মৃত মতিউর রহমান ও ফাতেমা বেগম দম্পতির বাড়িতে অভিযান পরিচালনা করে। র‍্যাবের অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীর মূল হোতা ফাতেমা বেগম কৌশলে পালিয়ে যায়। তার একমাত্র ছেলে ফাহিমুর রহমান ফানটু ও তার দুই ভাতিজা সোহেল রানা ও শাহিন কবির ওই বাড়ি থেকে আটকের  পর জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন তথ্য প্রদান করায় এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের বসতবাড়ির উঠানের কোন এক জায়গায় এক কেজি ৫শত ৭ গ্রাম হেরোইন বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা আছে। র‍্যাব সদস্যরা কোদাল দিয়ে বাড়ির উঠান খনন করার একপর্যায়ে ১কেজি ৫ শত ৭ গ্রাম হিরোইন উদ্ধার ও বিভিন্ন সময় ছিনতাই কাজে ব্যবহারের উদ্দেশ্যে বাড়িতে রাখা তিনটি বড় ছোরা বাট সহ প্রতিটি তিন ফিট লম্বা ও একটি চাইনিজ কুড়াল এক ফিট লম্বা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১ কেজি ৫শত ৭ গ্রাম হিরোইনের বাজার মূল্য তিন কোটি ৭৫ লক্ষ টাকা প্রায়।

র‍্যাব ১৩ কোম্পানি কমান্ডার আরোও বলেন, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগম মাদক কারবারীর সাথে জড়িত বলে তার ছেলে ও দুই ভাতিজা নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দিনাজপুর সহ বেশ কয়টি জেলায় ফাতেমা বেগমের নামে মাদক মামলা রয়েছে।

আটক তিন ব্যক্তিকে বিরল থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের দুটি মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তরের করা হবে বলেও তিনি জানিয়েছেন।তিনি আরোও  অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে আটক তিন মাদক ব্যবসায়ীকে রিমান্ড আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী