ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের ১০ মাইলে বিআরটিসি বাসের সাথে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৩, আহত ১৫
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-২০ ১১:২১:০১
দিনাজপুরের ১০ মাইলের যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দিনাজপুরের দশ মাইলের টেক্সটাইল দরবারপুর জামে মসজিদের সামনের মহাসড়ক উপর এই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ। নিহতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম আহমেদ (২৭)। একই এলাকার মনসুর আলীর ছেলে সোহানুর রহমান সোহান (২৬) ও একই উপজেলার খামার সাতনালা গ্রামের জসিম মেম্বার পাড়ার আব্দুল করিমের ছেলে ফয়জার উদ্দিন ড্রাইভার (৪০)। নিহতরা পিকআপ ভ্যানের ড্রাইভার ও ও চালকের সহকারী ছিল। বিআরটিসির যাত্রীরা গুরুতর আহত হয়েছে অনেকেই। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সহ ১০ মাইলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করিয়েছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা শেষ করে অন্য বাসে চলে যায়। বিআরটিসি বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। পিকআপ মহাসড়ক থেকে সিটকে রাস্তার নিচে পড়ে যায়। বিআরটিসি'র নাম্বার ঢাকা মেট্রো ব ১৫৫৬৭১। সাদা রংয়ের দেড় টন পিকআপ। দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা বলেন ঠাকুরগাঁও গামী বিআরটিসি বাস টি দশ মাইলের টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসার পিকআপ ভ্যানটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী