রায়পুরা উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করার লক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
-
২০২৩-০৩-২০ ০৭:১৫:১০
- Print
আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষনা করার লক্ষে প্রেস ব্রিফিং করেছেন রায়পুরা উপজেলা প্রশাসন।
সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং এ রায়পুরা উপজেলাকে ভূমিহীন-গৃহহীণ করার লক্ষ্যে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন।
এসময় তিনি বলেন, এ ধাপে দেশের প্রায় ১৬০টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। তার মধ্যে রায়পুরা উপজেলা একটি। রায়পুরা উপজেলায় আর কোনো ভূমিহীন-গৃহহীন নেই বলে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি যাচাই-বাছাই হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী ২২ মার্চ রায়পুরা উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।
পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের আলোকে বলেন, চতুর্থ পর্যায়ে এ ধাপে রায়পুরায় ৩টি স্থানে আশ্রয়নের ঘর নির্মান করা হচ্ছে। যার মধ্যে আদিয়াবাদ, বোয়ালমারা ও হাসিমপুর এলাকায় মোট ৭৫টি ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ঘরগুলোর ৯৫শতাংশ কাজ শেষ হয়ে গেছে। আগামী ২২ তারিখের আগে ঘরগুলোর কাজ সম্পন্ন করে নির্ধারিত দিনে উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, রায়পুরা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১০২টি ছিন্নমূল পরিবারকে ২শতাংশ জমি সহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের হাতে ঘরে চাবি ও দলিল সহ হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।
এসময় রায়পুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।