ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভলিবলে সেরা নীলফামারী সরকারী কলেজ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৩-১৯ ০৬:২৮:৫৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সরকারী কলেজ। খাগড়াছড়ি সরকারী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রবিবার এই খেলা অনুষ্ঠিত হয়। নীলফামারী ২-০ সেটে খাগড়াছড়িকে হারিয়ে এই প্রথম শ্রেষ্ঠত্ব অর্জন করলো। আগামী ২১মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. মশিউর রহমান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেবেন। নীলফামারী সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক ও ভলিবল দলের কোচ গোলাম ফারুক খান জানান, এরআগে প্রথম রাউন্ডে আমরা ঢাকা বিভাগ ও দ্বিতীয় রাউন্ডে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে আসি। দলে নেত্বত্ব দেন শাহরিয়ার চৌধুরী। নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ভলিবলে রংপুর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা দল নির্বাচিত হয়েছে নীলফামারী সরকারী কলেজ ভলিবল দল। এই ধারা অব্যাহত রাখতে কলেজ প্রশাসন আরো উদ্যোগ নেবে।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর