ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সাবেক ছিটমহলে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও বিদায়ী অনুষ্ঠান
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৩-১৯ ০৫:১২:২৬
বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২০২৩ শিক্ষাবর্ষে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আলোচনা সভা দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় দাতা আব্দুল খালেকের সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ নুর আলমের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, শিক্ষা ও মানসম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোতদারসহ আরো অনেকে। আলোচনা সভার শেষে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে বিদায়ী শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুপার শাহ নুর আলম।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত