ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গবাদিপশু বাঁচলেও আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেলো বৃদ্ধা মাতা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-১৮ ০৩:৪৯:১১
গবাদিপশু গুলো বাঁচলেও ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেলো বৃদ্ধা মাতা। গৃহকর্তা জাহাঙ্গীর আলমের অভিযোগ, কে বা কারা পুর্ব শত্রুতাবশত এই নৃশংসতা ঘটিয়েছে।দাহ্য পদার্থ দিয়ে তার টিনের চালার বাড়িতে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটেছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্ত বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা। আজ শনিবার ( ১৮ মার্চ) ভোর ৩ টা দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির ৯ নং আস্করপুর ইউপি'র খানপুর ঢাডিশাইল এলাকায় জাহাঙ্গীর আলম (৪২) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। জাহাঙ্গীর পেশায় একজন মুদি দোকানি। সীমান্ত সংলগ্ন খানপুর বাজারে তার দোকান রয়েছে। ভোর রাতে আকস্মিকভাবে তার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির ৩'টি ঘরের মধ্যে একটি ঘরে প্যারালাইসিস এ আক্রান্ত বৃদ্ধা মাতা জাহানারা বেগম (৬৫ ) আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছেন । জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মা জাহানারা বেগম শুয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি সেখানেই আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছেন। অগ্নিকান্ডের সময় গোয়াল ঘরে রাখা ৪ টি গবাদিপশু গরুকে জাহাঙ্গীর আলমের পরিবার রক্ষা করতে পারলেও মাকে কক্ষা করতে পারেনি। তার আগেই মায়ের ঘর পুড়ে ছাই হয়েছে। গৃহকর্তা জাহাঙ্গীর আলমের অভিযোগ,কে বা কারা পুর্ব শত্রুতাবশত এই নৃশংসতা ঘটিয়েছে। দাহ্য পদার্থ দিয়ে তার টিনের চালার বাড়িতে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটেছে । নিহত জাহানারা বেগম খানপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্ত বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা। স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান জানান,অগ্নিকান্ডের সময় মুঠোফোনে ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলেও তারা আসেনি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানিয়েছেন,জাহাঙ্গীর আলম প্রায় তিন বছর পূর্বে কমলপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় ধারীশাইল নামক গ্রামে রাস্তার পাশে বাড়ি তৈরি করে মা এবং স্ত্রী সহ বসবাস করছিলেন। আগুনে পুড়ে মৃত্যুবরণ করা জাহানারা বেগম (৬৫) দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। আমরা ঘটনা তলিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ