ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রায়পুরায় রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০৩-১৭ ১৪:৩২:৫৩

রায়পুরায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজে কেক কেটে ও নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন  করা হয়েছে।

শুক্রবার বিদ্যালয় মাঠে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। 

যাত্রা পথে উপস্থিত হন এবং কেক কাটেন নরসিংদী জেলা আওয়ামিলীগের সভাপতি জি.এম তালেব হোসেন, জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট শামসুল হক এবং প্রধান শিক্ষক মো. ফারুক মিঞা। তালেব হোসেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ হাতে কেক খাওয়ান।

 এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোলায়মান কাদের, মোশাররফ হোসেন ভূইয়া, জামাল উদ্দিন ভূইয়া, জুয়েল মিয়া, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ভূইয়া সহ সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।

আলেচনা পর্বে জি এম তালেব হোসেন জাতির পিতার সংগ্রামী জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ