ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-১৭ ১৪:১৪:২৪

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। 

বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস।

সকাল ১০ টায় বঙ্গবন্ধু কর্ণার সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. শামসুল আলমসহ রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল আওয়াল, অধ্যাপক ড. মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আব্দুল আলীম প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ ব্যাংকের প¶ থেকে রাকাব প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। 

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম; মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন এবং মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশি¶ণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল-এর ভার্চুয়াল উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত