ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-০৩-১৭ ১৪:০৫:০৮

সিরাজগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে শহরের এস এস রোডস্থ দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে ‘সুবর্ণ অহংকার’ এ জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে যোগদান করেন  স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

পরবতিতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

জেলা আওয়ামীলীগের উদ্যোগেও দলীয় কার্য্যালয়ে কেক কর্তন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ছাড়াও কামারখন্দ, বেলকুচি, উল্লাপাড়া, কাজিপুর, রায়গঞ্জ সহ জেলার প্রতিটি উপজেলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত