দিনাজপুরের ফুলবাড়ীর একটি রাইস মিলে পাহারাদারকে বেঁধে ডাকাতি সংঘটিত হয়েছে। লুুটের পাশাপাশি ভাঙচুরও করেছে ডাকাতদল। এসময় প্রায় দুই লাখ টাকাসহ সিসিটিভি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে গেছে ডাকাতরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে দিন্সজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উপজেলা পরিষদ রোডের প্রেসক্লাব সংলগ্ন কালী রাইস মিলে এ ঘটনা ঘটেছে।
মিলের ব্যবস্থাপক প্রমোদ চন্দ্র সরকার জানিয়েছেন, পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল মুখে কাপড় বেঁধে ওই মিলে প্রবেশ করে। এসময় অফিস কক্ষের পাশে থাকা আমিন মুর্মু নামের এক পাহারাদারকে দেশিয় অস্ত্র ঠেকিয়ে তার মুখে স্কচ টেপ লাগায়। পরে তার হাত-পা বেঁধে ফেলে। পরে অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে সিন্দুকসহ স্টিলের ফাইল ক্যাবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর করে। ক্যাশে থাকা দুই লাখ টাকাসহ সিসিটিভি ক্যামেরার সেটআপবক্স ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।‘আমি আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিলে এসে বিষয়টি জানতে পারি। ডাকাতরা প্রায় দুই লাখ টাকাসহ সিসি ক্যামেরার সেটআপ বক্স ও হার্ডডিক্স নিয়ে গেছে। এছাড়াও তারা অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
ডাকাতদের কবলে পড়া পাহারাদার আমিন মুর্মু জানান, ‘তিনি পাহারারত অবস্থায় আচমকা একদল ডাকাত মিলে প্রবেশ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। আমার মুখে স্কচ টেপ সাঁটিয়ে কম্বল চাপ দিয়ে শুইয়ে রাখে। পরে তারা অফিসকক্ষে ভাংচুর চালায়। ডাকাতদল চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচ টেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার সুকুমার রায় এসে আমার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।’
কালী অটো রাইস মিলের সত্ত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত জানিয়েছেন, 'থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।'তাদের সাথে পরামর্শ করে আইনগত সিদ্ধান্তে যাবো।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানিয়েছেন,' মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।বিষয়টি ডাকাতি নয়, চুরি ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’