ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের চেতনায় দূর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট’
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-১৭ ১৩:৫৬:৩৬

দর্শক-শ্রোতা আর নাট্যপ্রেমিদের প্রশংসা কুড়িয়ে দিনাজপুরে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের চেতনায় দূর্নীতি বিরোধী নাটক ‘মিস্টার রোবট।’

উত্তরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘বৈকালী  নাট্য গোষ্ঠী’র ৪২তম প্রযোজনা নাটক ‘মিস্টার রোবট’ বৃহস্পতিবার রাত ৮ টায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে প্রদর্শিত হয়।

গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তুলে ধরার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় প্রদর্শিত কাশী কুমার দাস ঝন্টু রচিত ও পরিচালিত নাটক ‘ মিস্টার রোবট’ দর্শক-শ্রোতা আর নাট্যপ্রেমিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে,মানুষের গড়া যান্ত্রিক দানব ‘রোবট’ কিভাবে মানুষকেই আবার সুপরামর্শ দিয়ে দূর্নীতিগ্রস্ত হতে ফিরিয়ে আনেন এবং ন্যায় সংগত পথে চলার অনুপ্রেরণা যোগায়।

নাটকে সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র ফুটিয়ে তোলা হয়। নাটকে কাশী কুমার দাস ঝন্টু, শিখা ঘোষ, জাকির হোসেন, শিরিন আক্তার, সৈয়দ, কফিল, আকবর আলী.শামীম রাজা, আবুল কালাম আজাদ, রেজু ও মুরাদ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। নাটকের মঞ্চ পরিকল্পনায় জাকির হোসেন.আলোক সজ্জায় আবু তাদের.আবহ সংগীতে নজরুল ইসলাম নাজু,রূপ সজ্জায় হারুন উর রশীদ ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ‘মিস্টার রোবট’ নাটকটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন,নাট্য বোদ্ধারা।

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!