কাশিয়ানী উপজেলা ও আলফাডাঙ্গা তে রমজান মাস উপলক্ষে ত্রাণ সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ
- মোঃ লিটন শিকদার, কাশিয়ানী (গোপালগঞ্জ)
-
২০২৩-০৩-১৬ ০৭:৫৩:১৯
- Print
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় মোহাম্মদ আকাশ মিয়া বর্তমান বাড়ি কাশিয়ানী পূর্বপাড়া থেকে তার গ্রামের নিজ বাড়ি আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের ভালোবাসার স্পন্দন, মায়ার বন্ধন আলফাডাঙ্গা ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে রওনা করেন। পরবর্তীতে অত্র এলাকার আলফাডাঙ্গা ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির মিয়া রিসিভ করেন মোহাম্মদ আকাশ মিয়াকে পরবর্তীতে খেটে খাওয়া, দিনমজুর, অসহায় হতদরিদ্র দুস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সহ নগদ এক হাজার থেকে ২০০০ টাকা গরিব-দুঃখী মানুষের কথা শুনে তিনাদের মাঝে দান করেন। এবং তিনি পশ্চিম ধলেই চর নতুন মসজিদের ইমাম সাহেবে র বেতন ছিল ৫০০০ টাকা, ঠিক তখনি, মানব সেবায় নিয়োজিত মোঃ আকাশ মিয়া শুনে সাথে সাথে প্রতি মাসে এক হাজার টাকা তার পরিবারের কাছ থেকে নেওয়ার জন্য ঘোষণা দেন।
এছাড়া আপনারা জানেন সারা বিশ্বে করনায় বিভিন্ন রাষ্ট্রে যখন অর্থনৈতিক সংকটে পড়ে, ঠিক সেই সময় থেকে প্রতিমাসে মাসে মাসে দুস্থ অসহায় হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সর্বদা নিয়োজিত ছিলেন। মোঃ আকাশ মিয়া সাংবাদিকদের সাক্ষাৎকার এর সময় বলেন, আমি বর্তমান মরিসাচ রাষ্ট্রের নাগরিক, আমার বস হোসাইন আদমজী, আছমোক এন্টারপ্রাইজ লিমিটেডের এর সৌজন্য, আমি সার্বিক সহযোগিতা করে যাব আপনাদের কল্যাণের সাথে এছাড়া পশ্চিম ধলেই চর নতুন মসজিদের বিল্ডিং এর কাজ আগামী ২০২৪ সালে শুভ উদ্বোধন করব ইনশাল্লাহ। তিনি দীর্ঘ এক বছর পর তার নিজ গ্রামের বাড়িতে মরিসাচ থেকে রওনা দিয়ে আসেন। বর্তমান তিনি পাঁচ দিনব্যাপী আলফাডাঙ্গা ও কাশিয়ানীতে অবস্থানরত থেকে রাত দিন বাইশ ঘন্টা মানব সেবায় নিয়োজিত থেকে তিনি ৩.৩০ মিনিটের সময় আলফাডাঙ্গা উপজেলার জাঠিগ্রাম এর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করে পরবর্তীতে ঢাকা থেকে প্লেনে উঠে মরিসাচ রাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান, পরিশেষে কাশিয়ানী ও আলফাডাঙ্গার জনগণ তিনার জন্য দোয়া ও নেক হায়াত কামনা করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে। এ সময় ঢাকা উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার সফর সঙ্গী ছিল আলফাডাঙ্গা ইউনিয়নের জোড়ালো ভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আশিকুর রহমান হৃদয়।