দুর্গাপুরে পবিসের অবহেলায় বৈদ্যুতিক আগুনে পুড়লো কৃষকের ১০ পৌণ পানবরজ
- দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
-
২০২৩-০৩-১৫ ১৩:০২:০০
- Print
রাজশাহী পল্লী বিদ্যুতের (পবিস) কর্মকর্তাদের অবহেলায় শক্ সার্কিটে আগুন লেগে কৃষকের প্রায় ১০ পৌণ পানবরজ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামে।
জানা গেছে, বুধবার (১৫ মার্চ) দুপুরে নান্দীগ্রাম শেখপাড়া পশ্চিম বিলে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মাইনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার পানবরজের মধ্যে বিদ্যুতের লাইন গেছে। পানবরজের মধ্যে বিদ্যুতের পোল স্থাপন করা হয়েছে। পোলে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। এর আগেও আমার পানবরজে ওই ট্রান্সফরমার থেকে পানবরজে আগুন লাগে। তখন থেকে আমি একাধিকবার অভিযোগ করলেও পবিসের লোকজন সেখান থেকে পোলটি স্থানান্তর করেননি।
যার ফলে পোলে থাকা ট্রান্সফরমার থেকে শক্ সার্কিটের কারনে আগুন লেগে আমার ১০ পৌন পানবরজ পুড়ে গেছে। আমার ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনে আইনী পদক্ষেপ নেবো।
এ ব্যাপারে পবিসের দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইদুর রহমান বলেন, এমন কোন আগুন লাগার ঘটনা আমার জানা নেই। এ বিষয়ের দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক আমাকে বিষয়টি জানিয়েছে।