ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বতীপুরে শিক্ষকের অমানুষিক নির্যাতনের দৃশ্য দেখে ৪র্থ শ্রেনির ছাত্রী অসুস্থ্য হয়ে হাসপাতালে
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৩-১৫ ০৭:৩৪:০৬
দিনাজপুরের পার্বতীপুর শহরের রেয়াজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রের উপর অমানুষিক নির্যাতনের দৃশ্য দেখে আতিকা নামের চতুর্থ শ্রেনির এক ছাত্রী গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। নির্যাতনের শিকার ৪র্থ শ্রেনির ছাত্র তন্ময় সুস্থ্য হলেও আতিকার বুকের বাম পাশের ব্যথা নিয়ে তার বাবা মায়ের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে। বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্রী আকছা জানায়, বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন সামান্য ভূলের কারনে একই শ্রেনির ছাত্র তন্ময়ের শরীরে চিকন লাঠি দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে। এ ঘটনায় ছাত্রটি ক্ষমা চাইলেও শিক্ষকের ক্রোধ থামেনি। নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সেসময় নির্যাতনের দৃশ্য ও তন্ময়ের আর্ত চিৎকারের কারনে ছাত্রী আতিকার বুকে ব্যথার সৃষ্টি হয়। সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলনা। অন্যান্য শিক্ষকরা তাকে শিশু রুমে শোয়ালেও সে স্থির থাকতে পারেনি। অবশেষে তাকে পার্বতীপুর ল্যাম্ব হসপিটালে ভর্তি করা হয়। নির্যাতনের ঘটনা বর্ননাকারী ছাত্রী আকছার বক্তব্যের পর ৪র্থ শ্রেনির সকল ছাত্র ছাত্রীদের মুখেও একই অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের এধরনের নির্যাতনের কারনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, বর্তমানে এ নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতে ও নির্যাতনকারী শিক্ষককে প্রশাসনিক শাস্তির হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ের শিক্ষকসহ একটি স্বার্থান্বেষী মহল আহত ছাত্র ও ছাত্রীদ্বয়ের পিতা মাতার উপর মনস্তাত্বিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আতিকার বাবা আতিকুর রহমান স্বপন জানায়, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে আমার মেয়ে ও নির্যাতিত ছাত্র ওই শিক্ষক বা অন্যান্যদের চক্ষুশুলের কারন হতে পারে এমন আশঙ্কা থেকেই আমরা কোথাও কোন অভিযোগ করিনি। নির্যাতনের শিকার তন্ময়ের পিতাও প্রথমে প্রতিবাদ করলেও অবশেষে চেপে যান। আমি আমার মেয়ে আতিকার ভবিষ্যত স্বাস্থ্য নিয়ে গভীরভাবে চিন্তিত। সে এখনও অসুস্থ্য। আমার মেয়ে আগের মত চলাফেরা বা মন খুলে কথা বলতে পারছেনা। বাম বুকে এখনও চিন চিন ব্যাথা রয়েছে তার। এসব বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল বাকিয়া বলেন, নির্যাতনকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে শালিশ বৈঠক হয়েছে। নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখে আইনুগ ব্যবস্থা নিতে উধ্র্বতন কর্মকর্তাকে জানানো হবে।
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর