ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দিনাজপুরে স্যাটেলাইট ডিভাইস ট্যাগ লাগিয়ে শকুন অবমুক্ত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-১৫ ০৭:১৩:৩১
স্যাটেলাইট ডিভাইস ট্যাগ লাগিয়ে দেশে এই প্রথম ৪ টি শকুন অবমুক্ত করা হয়েছে দিনাজপুরে। আজ বুধবার (১৫ মার্চ) বেলা ১২ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিংড়া ফরেস্ট জাতীয় উদ্যানে শকুনদের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হয় ৯ টি শকুন। এরমধ্যে স্যাটেলাইট ডিভাইস ট্যাগ যুক্ত ৪ টি শকুন অবমুক্ত করা হয়। এ সময় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল বন অধিদপ্তরের বন সংরক্ষক ইমরান আহমেদ,বন অধিদপ্তরের সুফল প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আব্রাহাম হোসাইন, গিভিং ন্যাচারাল হোমের গ্লোবাল অফিসার ক্রিস বাউডেন, সামাজিক বন বিভাগ- দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো.বশিরুল-আল-মামুন, আইইউসিএন বাংলাদেশের এসপিও এবিএম সারোয়ার আলম দিপু, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক শাহ্ আলম শাহী সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: শীতের মৌসুমে দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে অসুস্থ বা খাদ্যাভাবে দুর্বল শকুনদের সংগ্রহ করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিংড়া ফরেস্ট জাতীয় উদ্যানে শকুনদের নিবিড় পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পর্বতীতে শকুনগুলো ছেড়ে দেয়া হয় প্রকৃতিতে। তারই ধারাবাহিকতায় এবার সুস্থ ৯টি শুকুন অবমুক্ত করা হয়েছে।২০১৪ সালে এই শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পর থেকে এখন পর্যন্ত মোট ১৪২ টি শকুন অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন, আইইউসিএন বাংলাদেশের এসপিও এবিএম সারোয়ার আলম দিপু। তিনি জানান, প্রচণ্ড শীতে উত্তরের হিমালয় থেকে খাদ্যের সন্ধানে এসে অসুস্থ হয়ে লোকালয়ে আছড়ে পড়ে অসংখ্য শকুন। এগুলোকে খাদ্য ও চিকিৎসা দিয়ে সুস্থ করে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। আকাশে ডানা মেলে শকুনগুলো আবারও হিমালয়ের দিকে উড়ে যায়। এর আগে শীতের সময় এসব শকুন খাদ্যের সন্ধানে ভারত, নেপাল থেকে উড়ে বাংলাদেশে আসে। স্যাটেলাইট ডিভাইস ট্যাগ লাগিয়ে দেশে এই প্রথম ৪ টি শকুন অবমুক্ত করা হয়েছে আজ। এই শকুনগুলো কোথায় যাবে,তা পরিলক্ষিত হবে স্যাটেলাইট ডিভাইস ট্যাগ এর মাধ্যমে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ