ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
উত্তরণ পাবনা'র আয়োজনে স্বাধীনতার কবিতায় দুই বাংলা অনুষ্ঠিত
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২৩-০৩-১৫ ০৫:৪৯:০৫
গত ১৪ মার্চ সকাল ১০ টায় "লেখকের লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার" এই প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা আয়োজন করে স্বাধীনতার কবিতায় দুই বাংলা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার, বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি কবি এ্যাড. তসলীম হাসান সুমন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য'র পি এস শেখ রাসেল আলী ভিপি মাসুদ, ভারত থেকে আগত কবি ও আবৃত্তিকার পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি ও কণ্ঠশিল্পী মুকুল চক্রবর্তী, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনসুর আলম, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল,ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী, কবি ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী, কবি জেবুন্নেসা ববিন, কবি ফিরোজা খান রিটায়ার্ড, কবি মঞ্জুরুল ইসলাম, কবি আদ্যনাথ ঘোষ প্রমুখ। স্বাধীনতার কবিতা পাঠে অংশ গ্রহণ করে উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, সদস্য নীলিমা নীল, সুমনা জোয়ার্দার, কণ্ঠশিল্পী রজনী আক্তার এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠান টি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক সৈয়দা জহুরা ইরা। স্বাধীনতা নিয়ে মুক্ত আলোচনা ও স্বাধীনতার কবিতা আবৃত্তির পর। গান ও জাতীয় সঙ্গীতের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় দুপুর ২:৩০ মিনিটে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান টি।
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!