রাজশাহীর দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের নিজস্ব অর্থায়নে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষানুরাগী, শিক্ষার্থী, অভিভাবক সহ দুর্গাপুর উপজেলার সকল পেশাজীবী জনসাধারণ ও সুশীল সমাজ।
শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দূরবর্তী গ্রাম থেকে এসে ভর্তীকৃত ১২জন শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শিক্ষকদের নিজস্ব অর্থায়নের ক্রয়কৃত বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মরত মো. জাহীদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক, জালাল উদ্দিন, রুস্তম আলী, সহকারী প্রধান শিক্ষক শাহানারা খাতুন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, নুর ইসলাম সহ বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রধান কালে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহীদুল হক বলেন, তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার বিভিন্ন রাস্তায় বখাটেদের উৎপাত থেকে রক্ষা, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের যাতায়াতের খরচ বাঁচাতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় নিশ্চিন্তে প্রশংসার দাবিদার পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।