ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ
  • সাভার প্রতিনিধিঃ
  • ২০২৩-০৩-১৪ ০৭:৩২:১৫

সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  বেসরকারি ড্যাফোডিল ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ পুলিশসহ ১০ জনের মতো আহত হয়েছে। এসময় প্রায় শতাধিক দোকান-পাট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুলত আশুলিয়ার খাগানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক হল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রদের সাথে লেগুনার ধাক্কা লাগে। বাকবিতন্ডতার এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধর করে লেগুনা ও স্থানীয় লোকজন।  পরে শিক্ষার্থীদের মাঝে এ খবর ছড়িয়ে পড়লে তারা ক্যাম্পাস থেকে একত্রিত হয়ে হাজার খানেক শিক্ষার্থী রাত ৮টার দিকে চারাবাগ মোড়ে এসে স্থানীয় ও লেগুনার লোকজনকে মারধর করে। এসময় তাদের মধ্যে দাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে শিক্ষার্থীরা আশেপাশের প্রায় শতাধিক দোকান-পাট ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে সড়কেও আগুন জ্বালিয়ে দেয় তারা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলঅবাহিনী শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের ক্যাম্পাসে ফিরত পাঠায়। এব্যাপারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাবলিক রিলেশনশিপ অফিসার আনোয়ার হাবিব কাজল বলেন, আমাদের শিক্ষার্থীর মোটরসাইকেলের সাথে লেগুনার ধাক্কা লাগে। বাকবিতন্ডতার এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার এস আই শাহিন আহমেদ নয়ন বলেন, শিক্ষার্থী একত্রিত হয়ে হামলা চালায়। এসময় কয়েক পুলিশ সদস্যও আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ