ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-১৪ ০৭:২১:৫১

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮- ২০৩০) বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে  কর্মশালার আয়োজন করা হয় । 

আরডিআরএস বাংলাদেশ সহযোগিতায় এবং সিভিল সোসাইটি সংগঠন যুব ও কিশোর কিশোরী নেটওয়ার্ক সদস্যবৃন্দের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয় ।  

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর- সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আনিচুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি কমিশনার ফারহানা ফেরদৌস শিউলি, দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, আরডিআরএস বাংলাদেশ এর ডিভিশনাল ম্যানেজার (সিইএমবি) মেজবালুন নাহার, আরডিআরএস বাংলাদেশ এর জেলা সমš^য়কারী ঝরনা বেগম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট লুমনা চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক রওনাকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব ও কিশোর- কিশোরী নেটওয়ার্কের সদস্যবৃন্দ।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ