ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজশাহী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-১৪ ০৭:১৭:২৫

"শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে" শ্লোগানে আজ (১৪ই মার্চ) মঙ্গলবার পূর্বাহ্ণে সরকারি শিশু পরিবার, বায়া, রাজশাহী বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী'র আয়োজনে বিভাগীয় আন্ত: প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জিএসএম জাফরউল্লাহ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী। আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সৈয়দ মোস্তাক হাসান, পরিচালক (উপসচিব), বিভাগীয় কার্যালয় - সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী। জনাব শাহীন আক্তার রেনী, বিশিষ্ট সমাজসেবীসহ উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল জলিল,জেলা প্রশাসক রাজশাহী। অনুষ্ঠানের পুরো আয়োজন করে বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী