ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ‘গুণগত শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৩-১৪ ০৪:৩৯:৫০
গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে ‘গুণগত শিক্ষা বিষয়ক’ দিনব্যাপী সেমিনার গতকাল নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। গুড নেইবারস্ বাংলাদেশ কমিউনিটি ডেভেলেপমেন্ট প্রজেক্ট(সিডিপি) এর ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন আয়োজক সংস্থার সৈয়দা মনিষা মৌ। গুণগত শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক। অন্যান্যের মধ্যে নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সোহানা নাজনিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি আশরাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার বক্তব্য দেন। গুড নেইবারস্ বাংলাদেশ কমিউনিটি ডেভেলেপমেন্ট প্রজেক্ট(সিডিপি) এর ব্যবস্থাপক সুব্রত টুডু জানান, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল(এসডিজি) অর্জণে গুণশিক্ষার কোন বিকল্প নেই। এ কারণে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকসহ সুধিজনদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী