ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভাঙছে পায়রা বিলীন হচ্ছে জমি সাথে ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • ২০২৩-০৩-১৪ ০৪:৩২:০৭
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে পায়রা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসতঘর, গাছপালাসহ বেড়িবাঁধ।পায়রা'র ভাঙন থেকে বাপ-দাদার শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী পরিবারের। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্রোত ও নদীর ঢেউয়ে ভাঙছে নদীর পাড়। গত দুই বছরে ওই এলাকার ৫শ’ থেকে ৬শ’ একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে ওই এলাকায় বসবাসকারী প্রায় ২'শ পরিবার। এছাড়াও ভাঙন আতঙ্কে অনেকেই বসতঘর সরিয়ে নিয়েছেন। সারা বছরই ভাঙছে নদী। তবে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়বে তাই বর্ষা মৌসুম আসার আগে যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হয় তাহলে বাপ-দাদার বসতভিটা নদী গর্ভে হারিয়ে যাবে। আর মাথা গোঁজার কোনো ঠাঁই থাকবে না। তাই দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী পরিবারের। ভাঙন এলাকার রফিকুল ইসলাম চৌকিদার, আসমা, রওশনা, জসিম সহ কয়েকজন বলেন, একসময় আমাদের জমাজমির কমতি ছিল না।পায়রার ভাঙনের কবলে এখন সর্বস্বান্ত হয়েছি। বাপ দাদার কবর আজ নদী গর্ভে। তাঁদের কবরের পাশে দাঁড়িয়ে যে একটু দোয়া করবো, সেই চিহ্নটুকুও নদীতে বিলীন। নদীর ভাঙন দ্রুত রোধ করা না হলে আরো জমি ও বসতভিটা হারাতে হবে বহু পরিবারকে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো.আজিজুর রহমান সুজন বলেন,পানি উন্নয়ন বোর্ড থেকে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দরপত্র প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়েছে, তাই অল্প কিছু দিনের মধ্যেই দ্রুত বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী