ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৩-১৩ ০১:৩৮:০৫
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বাষির্ক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস. আর. এম. ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, খেলাধূলা শরীর ও মনকে চাঙা করে এবং মাদক থেকে দূরে রাখে। তাই সুস্থ্য-সুন্দর জীবনের গঠনে খেলাধূলার বিকল্প নেই। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় এক সময় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক। উদ্বোধনী আলোচনার আগে শিক্ষার্থীদের বিভিন্ন দল অতিথিদের অভিবাদন জানান এবং ডিসপ্লে প্রদর্শন করেন। পরে আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতাযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ