নরসিংদীর ঘোড়াশালে শ্রমজীবী নারীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার-বিকালে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতায় ১০টিরও বেশি খেলাধুলায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের শ্রমজীবী নারীরা এবং আমন্ত্রিত নারীদের জন্য ‘র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।
নারী উদ্যোক্তা নিগার সুলতানার সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠান উদ্ভোধন করেন পলাশ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস.এম. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি রেনুকা ইয়াসমিন। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক-সৈয়দ জয়নাল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লিমা আক্তার, লিজা বেগম, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, যুবলীগ নেতা আশরাফ সোহেল, এম.এ গাফফার।নরসিংদী জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক-পপি রানী প্রমুখ।