ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর বিরলের শালবনে অবস্থান করছে নীলগাই
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-১১ ১১:৪৪:৫২

দিনাজপুর বিরলের ধর্মপুর শালবনে  ভারতের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একটি নীলগাই  উপজেলার  শালবন এলাকায় গ্রামে ঘুড়ে বেড়াচ্ছে। নীলগাইটি দেখার জন্য শালবনে ভিড় করছে এলাকাবাসী।

আজ শনিবার সন্ধ্যায় বিরল ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলী ভারত থেকে নীলগাই আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে কোনোভাবে ভারতের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একটি নীলগাই বাংলাদেশের অভ্যন্তরে শালবনে প্রবেশ করে। সকালে বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর শালবনে শুকনা পাতা সংগ্রহ করতে গিয়ে এলাকার লোকজন সেটিকে দেখতে পায়। পরে তারা বন প্রহরীদের বিষয়টি জানায়। প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে শালবনে গিয়ে নীলগাইটিকে দেখতে পাই।

মহসিন আলী বলেন, নীলগাইটিকে ধরার জন্য এলাকার লোকজন বনের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি শুরু করে। পরে প্রাণীটিকে কেউ যেন না ধরে এবং আঘাত বা বিরক্ত না করে সেজন্য এলাকার প্রতিটি মসজিদের মাইকে মাইকিং করা হয় এবং জুমার নামাজের আগে বলে দেওয়া হয়। এ খবর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক লোকজনের ভিড় বেড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে তারা নীলগাই দেখার জন্য ভিড় জমায়। এতে করে প্রাণিটি আতঙ্কিত হয়ে ছুটে বেড়াচ্ছে। শনিবার নীল গাইটিকে ধর্মপুর শালবনসহ আশপাশের ধানক্ষেতে ঘুরে বেড়াতে দেখা গেছ।

বিরল প্রেস ক্লাবের সভাপতি  এম এ কুদ্দুস  বলেন , দিনাজপুরের বিরল ধর্মপুর শালবনে আবারও ভারত থেকে একটি নীলগাই প্রবেশ করেছে। নীলগাইটি বর্তমানে শালবনে অবস্থান করছে।

বিরল শালবন বিট কর্মকর্তা মহসিন আলী। তিনি বলেন, নীলগাইটি এখনো ধর্মপুর শালবনে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বন প্রহরীদের ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিক পাহারা দেওয়া হচ্ছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী