ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পলাশ উপজেলা চরসিন্দুরে মুক্তিযোদ্ধা, ইমাম ও শিক্ষকদের সংবর্ধনা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৩-১১ ১১:২৫:৩৮

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ১২৮ জন বীর মুক্তিযোদ্ধা, ৮৭ জন মসজিদের ইমাম ও ১৭২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে  চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের  সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

 আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু, চরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন মসজিদর ইমাম ও শিক্ষকগণ, অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও শিক্ষকদের মাঝে উপহারও বিতরণ করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী