ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজশাহীতে সোয়া লাখ টাকার ফেনসিডিলসহ আটক-২
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-১১ ১১:২০:৪৯

রাজশাহীতে অভিনব কায়দায় ফেনসিডিল সংরক্ষণের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারাবারিরা হলেন- গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া মাঝঘাটের মোজাম্মেলের ছেলে জামিলুর রহমান ওরফে ছমির (২৯) ও হরিশংকরপুরের মৃত নশের আলীর ছেলে আলমগীর হোসেন (৪৩)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া মাঝঘাটের জামিলুর রহমান ওরফে ছমিরের বসতবাড়িতে কয়েকজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির উদ্দেশে অবস্থান করছে।

খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে র‌্যাব-৫ এর ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের দুজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী