ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজশাহীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে সমাবেশ
  • সানোয়ার আরিফ, রাজশাহী
  • ২০২৩-০৩-১১ ১১:০৩:১৫

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও কেমিস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টি দেশে ঔষুধ রপ্তানি করে। যদিও এসব ঔষুদের বেশির ভাগ কাচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। আশা প্রত্যাশা করি সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশে ঔষুধের কাচামাল তৈরি হবে এবং সেই কাচামাল থেকে দেশের সম্পূর্ণ ঔষুধ তৈরি হবে। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে ঔষুধ শিল্পও অনেক এগিয়ে যাবে।

মেয়র আরো বলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।

বিসিডিএস রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি শাহ্ জালাল।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম শাখার সভাপতি বাবু সমীর কান্তি সিকদার, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ঢাকা মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান-নুর-ইসরাম (রাষ্টন), পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নওগাঁ শাখার সভাপতি আতাউর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও কুমিল্লা শাখার সভাপতি এনায়েত উল্লাহ্, কেন্দ্রীয় পরিচালক ও কুষ্টিয়া শাখার সভাপতি রফিকুল আলম, কেন্দ্রীয় পরিচালক ও এমআরপি বাস্তবায়ক কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও পাবনা শাখার সভাপতি এফ এম হুমায়ন কবির খোকন, সাধারণ সদস্য আব্দুল গাফ্ফার, রাজশাহী বিসিডিএস শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী