ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হাতীবান্ধায় অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২৩-০৩-১১ ১০:৫৭:৪৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গ্রামাঞ্চলে অবৈধ ট্রলিসব বিভিন্ন যানবাহন অতিরিক্ত চলাচলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস‌্যা হচ্ছে। অবৈধ ট্রলিবন্ধসহ সড়ক রক্ষায় ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় শনিবার বিকালে মানববন্ধন করেন শিক্ষার্থী ও গ্রামবাসী।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও লোকজন জানান, ওই এলাকার নজরুল ইসলাম নামে এক ব‌্যক্তি দীর্ঘ দিন ধরে ২৫/৩০ টি ট্রলি দিয়ে অবৈধ ভাবে মাটির ব‌্যবসা করে আসছেন। এতে ট্রলি চলা চলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ ওই এলাকায় ২ টি বিদ‌্যালয় ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস‌্যা হচ্ছে।

এ সময়  প্রান্নাথ পাটিকাপাড়ার আব্দুস সাত্তার নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির ওয়াসিম স্কুল ও মাদ্রাসার পাশ দিয়ে ট্রলি চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ এবং শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী